স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : যেসব বিবাহিত কন্যারা মৃত সরকারি কর্মচারির উপর নির্ভরশীল ছিল তারা এখন থেকে ডাইন ইন হার্নেসে চাকরি পাওয়ার যোগ্য। মঙ্গলবার এই মর্মে রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন ব্যাঞ্চ।
হাইকোর্টের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ডাই ইন হার্নেসে বিবাহিত কন্যারা চাকুরি পাওয়ার যোগ্য নয়। এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে ৫ টি রিট আপিল দাখিল করা হয়। এদিন উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চ এই রিট মামলা খারিজ করে দেয়। এর ফলে ডাইন ইন হার্নেস চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবাহিত কন্যা যারা মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল ছিল তারা এখন থেকে চাকুরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আগে তাদের বাদ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে ৫ জন ৫ টি রিট মামলা দায়ের করেন। এদিনের রায়ে বিবাহিত কন্যারা ডাইন ইন হার্নেসে চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তিনি আরো জানান, এটি লিঙ্গ সমতার জন্য একটি বরিষ্ঠ পদক্ষেপ। এখন থেকে বিবাহিত মেয়েদের জন্য চাকরি দরজা খুলে গেছে। পূর্বে বিবাহিত মেয়েদের চাকুরির বিবেচনার বাইরে রাখা হতো। এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এটা এক প্রকার ঐতিহাসিক সিদ্ধান্ত বলে জানান তিনি।