স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেসের অধীন সিপাহীজলা জেলার কোনাবনে পাবলিক ডেটা অফিসের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলার কামান চৌমুহনী স্থিত দূরসঞ্চার ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই অফিসের সূচনা করেন তিনি। বি এস এন এল-র মাধ্যমে ত্রিপুরায় এই প্রথম পাবলিক ডেটা অফিসের সূচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রামীন এলাকার শ্রমিক, কৃষক, ছাত্রদের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার। বর্তমান কোভীড পরিস্থিতিতে মানুষ তা উপলব্ধি করতে পারছে। এবারের বাজেটে ২০০ চ্যানেলের জন্য অর্থ রাখা হয়েছে। রাজ্য সরকার বন্দে ত্রিপুরা চ্যানেলের সূচনা করেছেন। এই সমস্ত কিছুর জন্য ইন্টারনেট আবশ্যক। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২২-র ডিসেম্বরের মধ্যে সমগ্র দেশে ১ কোটির উপর ইন্টারনেট সংযোগ দেওয়ার। এই সুবিধা পাবে গ্রামীন এলাকার কৃষক , ছাত্র ছাত্রী ও ব্যবসায়ীরা। এছাড়া প্রয়োজন মোতাবেক পাবেন ডেটা। এর জন্য পৃথক ভাবে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। লাগবে না লাইসেন্স। দুর্বল ইন্টার পরিষেবা যেখানে রয়েছে সেই জায়গায় এই পরিষেবা চালু করে সমগ্র রাজ্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানান কেন্দ্রিয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
বি এস এন এল- প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনের জন্য রাজ্যে এই পরিষেবা চালু করায় ধন্যবাদ জানান তিনি। কাঙ্খিত লক্ষ্যে দ্রুত পৌছবে বি এস এন এল তার আশা ব্যক্ত করেন। সি এস সি -গুলিতে ওয়াইফাই পরিষেবা পাবে বলে জানান তিনি। রাজ্যের বহু গ্রামীন এলাকায় ওয়াইফাই নেই। সেই সমস্ত গ্রামীন এলাকা গুলিতে এই পরিষেবা চালু করার আহ্বান জানান তিনি। এই ক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত ধরনের সহযোগিতা করবে বলেও জানান কেন্দ্রিয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ডিজিটাল ইন্ডীয়া গড়ার স্বপ্ন এভাবেই বাস্তবায়িত হবে বলে জানান তিনি।