স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : ২০২২-২৩ -এর সাধারণ বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয় বাম যুব, ছাত্র এবং নারী সমিতি। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও কর্পোরেট তোষণকারী বাজেটে বিরুদ্ধে এ আই ডি ডব্লিউ এ, এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ যৌথভাবে মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হয়।
পরে বাজেটে কাগজ পড়ে তীব্র প্রতিবাদ জানায়। এ বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস জানান, এ জনস্বার্থ বিরোধী বাজেট গরিব মানুষের পেটে লাথি মারার সমান। এটি শ্রমিক-কৃষক, বেকার বিরোধী বাজেট। এই বাজেটে কোন দিশা নেই। বিভিন্ন করের ভোজা মানুষের উপর চাপিয়ে ভর্তুকি তুলে নেওয়ার মতো বাজেট। রেগা বরাদ্দ কমিয়ে দিয়েছে বাজেটে। স্বাস্থ্য ক্ষেত্রে বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বাজেটে কৃষকদের স্বার্থে কোন উল্লেখ নেই। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নেই। বরং কর্পোরেট মালিকদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেদিকে লক্ষ্য রেখে বাজেট পেশ করা হয়েছে। মানুষের কর্মসংস্থানেরও কোন লক্ষ্য নেই। বেকারদের ভবিষ্যৎ অন্ধকার। দেশবাসীর স্বার্থে এ বাজেট মানা হবে না বলে জানান তিনি। বিক্ষোভে সামিল ছিল বামেদের সংগঠনগুলির অন্যান্য নেতৃত্ববৃন্দ।