Saturday, February 8, 2025
বাড়িরাজ্যরাজ্যে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করে প্রায়শ্চিত্ত করবেন বলে জানান সুদীপ

রাজ্যে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করে প্রায়শ্চিত্ত করবেন বলে জানান সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : ঘরের দুই ছেলে ফিরল ঘরে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান। নয়া রাজনৈতিক সমীকরণ গড়ে উঠেছে রাজ্যে। মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা। সুদীপবাবু এবং আশিষ বাবুকে দলে স্বাগত জানালেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়।

 উল্লেখ্য, সোমবার সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা বিধায়ক পদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বলে গেছেন আগামী দিনে রাজ্যে আরো অনেক কিছু হবে। মানুষের স্বার্থে রাজনীতি করতে চান। আর সেই রাজনীতি পরিলক্ষিত হল মঙ্গলবার কংগ্রেসের ফিরে। প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার সাথে আলিঙ্গন করে বেশ হাসিমুখে রয়েছেন সুদীপ রায় বর্মন। আগামী দিনে নয়া রাজনৈতিক চাল কেমন হবে সেটা শনিবার রাজ্যে ফিরে বিস্তারিতভাবে তুলে ধরবেন। তবে দিল্লিতে যোগদান করে সুদীপ রায় বর্মন স্পষ্ট জানিয়েছেন যেখান থেকে রাজনীতি তিনি শুরু করেছিলেন সেখানে আবার ফিরে এসেছেন। অর্থাৎ ঘরে ফিরে এসেছেন। অনেকটাই ভালো অনুভব করছেন তিনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেন ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তিনি যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত হবে ত্রিপুরা কংগ্রেসকে প্রতিষ্ঠা করে। কারণ ত্রিপুরায় বর্তমান সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। একমাত্র কংগ্রেস’ই রয়েছে যে দল দেশবাসী এবং অন্তিম ব্যক্তি’কে প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে থাকে। তাই তিনি বাধ্য হয়ে ঘরে ফিরে এসেছেন। বাকি আরো নেতৃত্ব সঠিক সময়ে কংগ্রেসে যোগদান করবেন বলে এদিন তিনি জানিয়ে দিয়েছেন।

তবে এ বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন জানান, এগুলি অনেকদিন ধরেই নাটক চলছে। তারা সবসময়ই এ ধরনের রাজনীতি করে থাকেন। তাদের রাজনীতি থেকে সত্যিই অবাক লাগে। এগুলি দেখে দল এবং রাজ্যবাসী রীতিমতো অভ্যস্ত হয়ে গেছে। এ রাজনীতি রাজ্যের মানুষ ভালো চোখে নেবে না। আগে মানুষ দেখেছে কংগ্রেসের উৎশৃঙ্খলতা। এগুলি আবার রাজ্যে শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন মানিক সাহা। আর সেই শক্তি প্রদর্শন হবে রাজ্যে। কিন্তু এতে ভারতীয় জনতা পার্টির কোন চিন্তার কারন নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। নিজেদের স্বার্থসিদ্ধি করতে সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা এগুলি করছেন। এবং মানুষকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছেন। কিন্তু দলের উপর কোন প্রভাব পড়বে না বলে আশা ব্যক্ত করেন মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য