Monday, March 17, 2025
বাড়িরাজ্যদুই বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত দুজন

দুই বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত দুজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : শনিবার রাতে আবার দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু। বাকি দুইজন ধর্মনগরর উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কাঞ্চনপুরের পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি বাইকের সংঘর্ষ হয়। একটি বাইকের নম্বর টিয়ার ০১ এস ৭৫৭৮, এই বাইক আরোহীর নাম সুজিত বড়ুয়া। বয়স ৪০ বছর। বাড়ি রবীন্দ্রনগর। সঙ্গে ছিলেন লিটন দাস, বয়স ৩৯ বছর।

 বাড়ি কাঞ্চনপুরে। অপর বাইকটির নম্বর আর ০১ এ এন 9958, এই বাইক আরোহীর নাম জনসন রিয়াং। বয়স ২৩ বছর। বাড়ি দশদায়। মুখোমুখি সংঘর্ষের পর তিন জনকেই কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখায় জনসন রিয়াংকে আগরতলার উদ্দেশ্যে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে উঠানোর সাথে সাথেই জনসন রিয়াঙ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে হাসপাতালে সুজিত বড়ুয়ার অবস্থা কিছুটা ভালো হলেও, লিটন দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজা নাগ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য