স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : মাঝে আর সপ্তাহ খানেক। তার পরই ঐতিহাসিক রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসবেন। যে অনুষ্ঠান ঘিরে অযোধ্যায় সাজসাজ রব। রাম মন্দির প্রতিষ্ঠার আগে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের উদ্যোগে জগন্নাথ বাড়ি মন্দিরে সাফাই অভিযান হয়।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গণ সাফাই করে বলেন, ৫০০ বছর ধরে সকলে অপেক্ষায় ছিল রাম মন্দিরে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করবেন। এবং মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত মন্দির যাতে ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই আহবানে সাড়া দিয়ে আজকে এই সাফাই কর্মসূচি সূচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন রাম হল সকলের আস্থা, যে মন্দির সাফাই অভিযান শুরু হয়েছে তাতে যেন সকলে শামিল হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা।