Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসপ্তম ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব আগামী ১৪ জানুয়ারি

সপ্তম ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব আগামী ১৪ জানুয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : ছবি ও কবিতা এবং এগিয়ে চলো সংঘ আয়োজিত সপ্তম ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব আগামী ১৪ জানুয়ারি আগরতলা এগিয়ে চল সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। শুক্রবার এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান উদ্যোক্তাদের পক্ষ থেকে স্মিতা ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের বিভিন্ন ভাষার কবি, আবৃত্তিকার ও শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবেন।

 উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ২০২৩ সালে সাহিত্যে একাদেমী পুরস্কার প্রাপ্ত কবি সোরোকখাইবম গম্ভিনী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। দিনভর রাজ্যের বিশিষ্ট কবিদের কন্ঠে কবিতা পাঠ এবং সংগীত ও নৃত্য সহযোগে আবৃত্তি পরিবেশন করা হবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পীদের আবৃত্তি এবং সংগীত ও নৃত্য সহযোগে বৃন্দ আবৃত্তি পরিবেশিত হবে। বিকেল তিনটায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য