স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : দীর্ঘ কয়েক মাস যাবত বকেয়া টাকা না পেয়ে শুক্রবার ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধিন থাকা তিনটি শিশু গৃহে কর্মরত ৩০ জন আয়া শিশু বিহার স্কুল সংলগ্ন ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখায়।
আয়াদের বক্তব্য দীর্ঘ ১০ মাস ধরে তারা বেতন পাচ্ছে না। ফলে তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। আয়ারা যে বেতন পাচ্ছেন না তা স্বীকার করে নেন ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের সাধারন সম্পাদক সঞ্জিত চক্রবর্তী। তিনি জানান ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধিন তিনটি শিশু গৃহ রয়েছে।
ভারত সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রজেক্টের অর্থানুকূল্যে এই শিশু গৃহ গুলি চলে। কিন্তু আচমকা ভারত সরকার অর্থ প্রদান বন্ধ করে দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে রিপোর্ট প্রেরন করা হয়েছে ভারত সরকারের নিকট। কিন্তু কোথায় কি সমস্যা হয়েছে তা ওনারাও বুঝতে পারছেন না। এই বিষয় নিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলেছেন। কিন্তু সমস্যার এখনো সমাধান হয়নি।