স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রেগার শ্রমিকরা এক থেকে দেড় মাসের রেগার মুজুরি পাচ্ছে না। রাত পোহালেই পৌষ পার্বণ এই অবস্থায় শ্রমিকরা দিশেহারা। রেগার মুজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার দেড় মাইল এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা, সেই সময় ব্লক আধিকারিক মুনমুন দেব্বর্মা আশ্বাস দিয়েছিলেন পৌষ সংক্রান্তির আগেই মুজুরি মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের মুজুরি প্রদান করা হয়নি।
বাধ্য হয়ে ক্ষুব্ধ শ্রমিকরা আমবাসা ব্লকে তালা ঝুলিয়ে দেয়। তাদের বক্তব্য বকেয়া মুজুরি মিটিয়ে না দেওয়া পর্যন্ত তালা বন্ধ থাকবে ব্লক অফিস। এদিকে এই তালা ঝুলানোর ফলে ব্লকের ভিতরে দুইজন কর্মচারী আটকে পড়ে। জানা যায় ব্লক আধিকারিক মুনমুন দেব্বর্মা আমবাসায় নেই। এদিকে জানা যায় একই বিষয় নিয়ে আমবাসা ব্লকের অধীন হরিণছড়া এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা।