স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : শুক্রবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী। স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে এইদিন এক প্রভাত ফেরির আয়োজন করা হয়।
নিগমের ৩৯ নং ওয়ার্ডের সামনে থেকে শুরু হয় এই প্রভাত ফেরী। শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রভাত ফেরি। নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় জানান প্রভাত ফেরি শেষে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।