Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার। বামফ্রন্ট সরকারের সময় তিনি মন্ত্রী ছিলেন। এদিন ভোরে রামনগরস্থিত ছেলের ভাড়া বাড়িতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে এক ছেলে ও মেয়েকে রেখে যান তিনি। এইদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভায়।

সেখানে প্রয়াত কেশব মজুমদারকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মন্ত্রী সভার সকল সদস্য সদস্যা, বিধায়ক গণ সহ বিধানসভার সকল স্তরের কর্মীরা। প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান কেশব মজুমদার দীর্ঘ কয়েক বছর ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তাঁর প্রয়াণে সকলে একজন রাজনীতিবিদ -কে হারিয়েছেন। বামফ্রন্ট সরকারের সময়ে তিনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী ছিলেন।

প্রয়াত কেশব মজুমদারের আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপরদিকে বিধায়ক তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন প্রয়াত কেশব মজুমদার একজন শিক্ষক হিসাবে, একজন গন আন্দোলনের নেতা হিসাবে যে ভূমিকা পালন করে গেছেন, তা মানুষের হুদয়ের মধ্যে থাকবে। বিধানসভা থেকে প্রয়াত কেশব মজুমদারের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। সেখানে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব দলীয় পতাকা দিয়ে প্রয়াত কেশব মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ফুল দিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য