স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বুধবার সকালে রাজধানীর জগহরিমুড়া এলাকার অরিন্দম চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায় দুটি ঘর। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ছুটে যান অরিন্দম চক্রবর্তী বাড়িতে।
ঘটনাস্থল পরিদর্শন করে কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। তিনি এদিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ঘটনার পর সাথে সাথে সদর মহকুমা শাসক অফিসের সাথে কথা বলা হয়েছে। যাতে প্রশাসনিক প্রতিনিধি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করা হয়। এবং অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কতটা সহযোগিতা করা যায় সেটা দেখা হচ্ছে বলে জানান তিনি।