Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : রাজ্যে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত পেঁয়াজ, মসুরি ডাল, চাল, আলু, চিনি সরিষার তেল নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম শতকরা কত হারে বৃদ্ধি পেয়েছে বলে বিধানসভার চতুর্থ দিন মন্ত্রী তথা বিধায়ক সুশান্ত চৌধুরী দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এর জবাবে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন চাহিদা ও যোগানের উপর নির্ভর করে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দামের হ্রাস এবং বৃদ্ধি পায় প্রতিদিনই।

তাছাড়া অবস্থানগত কারণে রাজ্যের সকল মহাকুমা বাজার গুলিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দৈনিক দামের তারতম ঘটে থাকে। তাই দপ্তর থেকে এর তথ্য দেওয়া সম্ভব নয়। এর পরিপেক্ষিতে পুনরায় বিরোধী দলনেতা তথা বিধায়ক অনিমেষ দেববর্মা প্রশ্ন তুলেন নিত্য প্রয়োজনে সামগ্রীর ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে, কালোবাজারি রুখতে এবং বেআইনি মজুদদারের বিরুদ্ধে গত ছয় মাসে দপ্তর কি কি আইন নত ব্যবস্থা গ্রহণ করেছে? এর জবাবের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে গত ছয় মাসে রাজ্যে কোন ব্যবসায়ী কালোবাজারি এবং বেআইনি মজুদার হিসেবে চিহ্নিত হয়নি। তাই এই সংক্রান্ত কোনো আইনত ব্যবস্থা দপ্তর থেকে নিতে হয়নি। তবে ব্যবসা পরিচালনা সংক্রান্ত কিছু ত্রুটির জন্য ৩২ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট তিন লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৯৫ জন ব্যবসায়ী বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একটি মুদির দোকান সামরিক কালের জন্য বন্ধ রাখা হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য