Thursday, February 13, 2025
বাড়িরাজ্যপাঁচ হাজার রাবার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, আতঙ্কের পরিবেশ এলাকায়, নীরব দর্শক...

পাঁচ হাজার রাবার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, আতঙ্কের পরিবেশ এলাকায়, নীরব দর্শক প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : আবার ও উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় রাবার গাছ সহ বহু মূল্যবান গাছ কেটে ফেলেল সমাজদ্রোহীরা। জানা যায়, গত একমাস ধরে উদয়পুর কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় কিছু বহিরাগত সমাজদ্রোহীরা এলাকায় প্রবেশ করে বাড়ি ঘর ভাঙচুর, রাবার গাছ কেটে ফেলে দেয়, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও নানা অসামাজিক কার্যকলাপ চালায়। কিন্তু প্রশাসন নীরব দর্শক। এনিয়ে উদয়পুরের জনগন ক্ষোভে ফুঁসছে। এরই মধ্যে মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী রাইয়াবাড়ি বাড়ি মুসলিম পাড়া এলাকায় প্রবেশ করে প্রায় পাঁচ হাজার রাবার গাছ সহ বিভিন্ন ধরনের ফল সবজি গাছ কেটে ফেলে।

আতঙ্কে গবাদি পশুরা চিৎকার করতে থাকলেও পুলিশ ও প্রশাসন ছিল নীরব দর্শক। সন্ধ্যা পর্যন্ত এই তান্ডব লীলা চলে। বুধবারও এই ঘটনা ঘটতে পারে বলে আগাম গোমতী জেলার জেলা শাসক ও পুলিশ সুপারকে এলাকা বাসীদের পক্ষ থেকে মঙ্গলবার রাতে লিখিত ভাবে জানানো হয়েছিল। বুধবার পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এত গুলো গাছ একের পর এক কেটে ফেলে দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়নি। রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে বলে এলাকার জনগনের অভিমত। এই রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় বর্তমানে ১৭ টি পরিবার এখানে বসবাস করছে। কেউ কেউ পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে বলে জানান। এলাকাবাসীরা জানান, পাতাল কন্যা এবং স্থানীয় করন বিজয় জমাতিয়ার‌ নেতৃত্বে একের পর এক ঘটনা ঘটে চললেও প্রশাসনের তরফে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দাবি উঠছে এই এলাকায়‌ শান্তির পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি উঠছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য