স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : রাজ্যে বর্তমানে ৭ টি ডি.আই.ই.টি কলেজ রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আরও একটি ডি.আই.ই.টি কলেজ নির্মাণ প্রক্রিয়ার কাজ চলছে। পাশাপাশি ডি.আই.ই.টি কলেজ গুলির জন্য আরও শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৩-২৪ অর্থবর্ষে অর্থদপ্তর ডি.আই.ই.টি কলেজ গুলির জন্য ৮ টি লেকচার পদ পূরণের অনুমোদন দিয়েছে। সেই অনুসারে পদ গুলি পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিধানসভায় বিধায়ক রামু দাস ও বিধায়ক বিন্দু দেবনাথ যৌথ ভাবে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডি.আই.ই.টি কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে টিচার ট্রেনিং কোর্সের পঠন পাঠন শুরু করা সম্ভব হবে না। কারন বিষয়টি এন সি টি ই-র অনুমোদন সাপেক্ষ। তবে বর্তমানে ডি.আই.ই.টি কলেজের ভবনটি শিক্ষা দপ্তর, এস সি ই আর টি এবং জেলা শিক্ষা অধিকার দপ্তর দ্বারা চাকুরীরত শিক্ষক, প্রধান শিক্ষকদের শিক্ষণ প্রশিক্ষণ বিষয়ের বিভিন্ন কর্মসূচি রুপায়নের কাজে ব্যবহত হচ্ছে।