Thursday, February 13, 2025
বাড়িরাজ্যগ্যাসের দাবিতে সিএনজি স্টেশনে বিক্ষোভ যান চালকদের

গ্যাসের দাবিতে সিএনজি স্টেশনে বিক্ষোভ যান চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থেকে অবশেষে অতিষ্ঠ হয়ে সিএনজি স্টেশন ঘেরাও করল যান চালকরা। তাদের অভিযোগ সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও গ্যাস মিলেনি তাদের গাড়ির। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ সহ্য করে আসছে। বিষয়টি নিয়ে বহুবার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলা হলে কোন সমাধানের রাস্তা বের করা হয়নি।

 দিনের অর্ধেক বেলা তাদের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে দুপুর গড়িয়ে গেলে তাদের গ্যাস মিলছে প্রতিদিন। আর এভাবে চলতে থাকলে তাদের রুটি রুজির উপর আঘাত নেমে আসছে। তাই বিশালগড়ে আরো একটি সিএনজি স্টেশন দেওয়ার জন্য দাবি তুলে। এবং তাদের দাবি আগামী দিনে যাতে তারা সঠিকভাবে গ্যাস পরিষেবা পায়। এদিন প্রায় ৫০ টি সি এন জি পরিচালিত গাড়ি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানায় পুলিশ। পুলিশ আসার পর আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য