Saturday, July 27, 2024
বাড়িরাজ্য১,০৩৫ জন চিকিৎসকের স্বল্পতা রয়েছে রাজ্যে

১,০৩৫ জন চিকিৎসকের স্বল্পতা রয়েছে রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : রাজ্যে চিকিৎসকের বড় ঘাটতি রয়েছে। এ বিষয়ে বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন গুরুত্ব পেয়েছে। বর্তমানে ১,০৩৫ জন চিকিৎসক স্বল্পতা রয়েছে বলে বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নোত্তর সূত্রে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

 প্রশ্নটি ছিল ত্রিপুরার সরকারি হাসপাতাল গুলিতে বর্তমানে কতজন চিকিৎসক কর্মরত আছেন? রাজ্য সরকারি হাসপাতাল গুলিতে স্বাস্থ্য দপ্তরের অধীনে বর্তমানে ১ হাজার ১৫৬ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে এলোপ্যাথিক মেডিকেল অফিসার আছেন ১০৩১ জন, ডেন্টাল মেডিকেল অফিসার রয়েছেন ৮১ জন, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার রয়েছেন ১২ জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার রয়েছেন ২৯ জন, সুপার স্পেশালিস্ট ডক্টর সি টি ভি এস, এজিএমসি এবং জিবি হাসপাতালে রয়েছেন দুজন এবং হোমিও ফিজিটিশান একজন। জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী কতজন ডাক্তার থাকা প্রয়োজন এ বিষয়টি তোলা হয়েছে। প্রতি এক হাজার জনসংখ্যায় একজন চিকিৎসক থাকা প্রয়োজন বলে উত্তরে জানানো হয়েছে। বর্তমানে কতজন চিকিৎসকের স্বল্পতা রয়েছে? এ প্রশ্নোত্তরে জানানো হয় সরকার অনুমোদিত পদের সংখ্যা অনুযায়ী রাজ্যের বর্তমানে এক হাজার তিনশো পাঁচজন চিকিৎসকের স্বল্পতা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য