স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : করোনা সংক্রমনে রাজ্যে মৃত্যু হয়েছে আরো ২ জনের। নতুন করে সংক্রমিত হয়েছে ১৩ জন। নমুনা পরীক্ষা করা হয় ১৪২১ জনের। পশ্চিম জেলা সংক্রমিত ৪ জন, সিপাহী জলা জেলাতে সংক্রমিত ২ জন, খোয়াই জেলায় ১ জন, গোমতী জেলায় ১ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২ জন। ধলাই জেলায় আক্রান্ত হয়নি কেউ। রাজ্যে সংক্রমণের হার ০.৯১ শতাংশ। সুস্থ হয়েছে আরো ১৫০ জন। সুস্থতার হার রাজ্যে ৯৮.৩৪ শতাংশ।
সক্রিয় রোগীর সংখ্যা ৭৪৮ জন। রাজ্যের মৃত্যুর হার এবং সংক্রমণ দুটি সংক্রমণে থাকায় স্বস্তির নিঃশ্বাস বিশেষজ্ঞ মহলে। পরিস্থিতি আরো অনেকটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত রয়েছে। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের।