স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : আবারো বিক্ষোভে শামিল হল টি এস আর -এর চাকরি থেকে বঞ্চিত যুবক-যুবতীরা। সোমবার সিটি সেন্টারে বঞ্চিত বেকার যুবক-যুবতীরা বিক্ষোভের সামিল হয়। বেকার যুবক যুবতীদের অভিযোগ তারা চাকুরির ক্ষেত্রে সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও তারা চাকরি পায়নি।
এবং ২২০০ শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু দেখা গেছে সবগুলো শূন্যপদ পূরণ করা হয়নি। তাই রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যেন টি এস আর-এর সব শূন্য পদ প্রদান করে। এবং যাদের বঞ্চিত করা হয়েছে তাদের জন্য অবিলম্বে চাকুরী প্রদান করে। কারণ তারা চাকরি ক্ষেত্রে পরীক্ষায় পাশ করেছে। সুতরাং তারা চাকরি না পাওয়ার মতো কোনো কারণ নেই বলে জানান তারা। সরকার যদি অবিলম্বে ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় বঞ্চিত যুবক-যুবতীরা। পূর্বেও বঞ্চিত যুবক-যুবতীরা অভিযোগ তুলেছিল অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। তিন বছর কঠোর পরিশ্রম করেও চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পায়নি তারা। এ বিষয়ে তারা মামলাও করতে চেয়েছিল। কিন্তু বেকার যুবক যুবতীরা পুলিশ দিয়ে গ্রেপ্তার হয়। শেষ পর্যন্ত আবারো আন্দোলনের পথ বেছে নেয় সোমবার বঞ্চিত যুবক-যুবতীরা।