Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যবিদ্যালয়ে শিক্ষক একজন, ছাত্র-ছাত্রী ৭০ জন, প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের ভেতর রেখে গেটে...

বিদ্যালয়ে শিক্ষক একজন, ছাত্র-ছাত্রী ৭০ জন, প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের ভেতর রেখে গেটে তালা ঝুলালো অভিভাবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। হেলদুল নেই শিক্ষা দপ্তরের। ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রায় সময়ই খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হচ্ছে ছাত্রছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসীরা। ব্যতিক্রম হয়নি সোমবার। এদিন সকালে শিক্ষকের দাবিতে পূর্ব জাম্বুরা এলাকায় বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তালা ঝুলায় অভিভাবকরা।

ছাত্র-ছাত্রীদের স্কুলে ভেতর রেখে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। বিগত তিন মাস শিক্ষক স্বল্পতার কারণে ধুঁকছে বিদ্যালয়টি। ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে।এ বিষয়ে শিক্ষক স্বল্পতার কারণে প্রতিনিয়ত বিদ্যালয়ে পঠন পাঠন মুখ থুবড়ে পড়ছে। বিগত তিন মাস ধরে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা মাত্র এক জন। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ৭০ জন। অথচ কিছু দিন পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। একজন শিক্ষক কিভাবে বিদ্যালয় পরিচালনা করবে, তা নিয়ে প্রশ্ন তুলেন অভিভাবক মহল। এর পূর্বেও একবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল। বিদ্যালয় শিক্ষা দপ্তরের কর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করবে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাই অভিবাবকরা পুনরায় বিদ্যালয়ে তালা ঝুলাতে বাধ্য হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য