Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যটিএসএফের কালো দিবস উদযাপন

টিএসএফের কালো দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি :  ২০১৯ সালে কেন্দ্র সরকার সিএ বিল নিয়ে এসেছিল। এর প্রতিবাদে জিরানিয়া মাধব বাড়িতে টিএসএফের আন্দোলন শুরু হয়। এবং নেসোর ও টিএসএফের পক্ষ থেকে গোটা উত্তর পূর্বাঞ্চলিক এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বিশেষ করে ২০১৯ সালে ৮ জানুয়ারি বনধ দেখা হয়েছিল, তখন বনধের উপর দুর্বৃত্তরা আক্রমণ চালায়।

 অপরদিকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হয়। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে ৮ জানুয়ারি ব্ল্যাক ডে ঘোষণা করা হয়। অন্যান্য বৎসরের ন্যায় এবারও ব্যতিক্রম হয়নি। রাজ্যে এই দিনটি ব্ল্যাক ডে হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার সকালে রাজধানীর উত্তর গেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে টি এস এফ।

 তাদের দাবি এ ধরনের গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর যাতে এ ধরনের কার্যকলাপ পুনরাবৃত্তি আগামী দিন না ঘটে। এদিন টি এস এফ টাউন এবং কলেজ কমিটির পক্ষ থেকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। এদিন তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা। এই কালো পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য