Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। এদিন সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার কয়েক হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও অংশ নেন। এদিন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শুনেন মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি -র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, দেশের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০৪৭ সালের মধ্যে এক নতুন ভারত গড়ার। এরই অঙ্গ হিসেবে গত ১৫ নভেম্বর যে ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন সেটা সকলের মধ্যে পৌঁছে দিতে চাইছে সরকার। তাই সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচি গুলি গ্রহণ করেছে সেগুলি যাতে সমাজে অন্তিম ব্যক্তি পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় তার জন্য আজকে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য