Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমাটির নিচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

মাটির নিচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : মাটির নিচে চাপা পড়ে মৃত্যু জামিল হোসেন নামে এক শ্রমিকের। গুরুতর ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অপর শ্রমিক জাবির হোসেন। উভয়ের বাড়ি কালা গাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে। জানা যায় জাবির ও জামিল কদমতলা থানাধীন কালা গাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন আমতলা ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল হকের বাড়ির পাশের টিলা কেটে রাজনগরের একটি ইটভাট্টার জন্য গাড়িতে মাটি লোডিং করছিল।

আচমকা মাটি ধসে পড়ার ফলে দুই জনই মাটি চাপা পরে যায়। ঘটনার খবর পেয়ে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই জনকে উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর জামিল হোসেনকে মৃত বলে ঘোষণা করে দেন। পাশাপাশি গুরুতর ভাবে আহত জাবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য  ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে রেফার করে দেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান জাবির ও জামিলকে মাটি কাটার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু তারা বাধা না মেনে মাটি কাটতে থাকে। মাটি কাটার সময় তারা মাটি চাপা পরে যায়। ঘটনাকে কেন্দ্র করে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য