–স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : তেলিয়ামুড়া থানাধীন বান্দর চৌমুহনী এলাকায় শনিবার ছিল হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তন উৎসবের আড়ালেই স্থানীয় উৎসব কমিটি এবং একাংশ চুনোপুঁটি নেতাদের অপ্রত্যক্ষ মদতে রমরমা চলছিল অবৈধ ঝান্ডি-মুন্ডা সহ রকমারি জুয়ার আসর। আর দুপুর থেকেই এ আসর রাত পর্যন্ত গড়ায়।
কিন্তু কোন এক অজ্ঞাত কারণে পুলিশ ছিল না এলাকায় কোনরকম টকলদারি। অবশেষে এর বিরুদ্ধে সরব হয় স্থানীয়রা। পুলিশ আধিকারিককে বাধ্য করেন এলাকায় ছুটে আসতে। খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়ার সাংবাদিকরা। তেলিয়ামুড়ার সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা করতেই জুয়া খেলার সামগ্রী ফেলে শুরু হয় দৌড়ঝাঁপ। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ দীর্ঘ সময় এলাকায় না আসায় খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে। পরে তিনি এসে জুয়ার সরঞ্জাম সহ এক ব্যাক্তিকে জালে তুলতে সক্ষম হয়। এদিকে স্থানীয়দের ধারণা থানাকে মেনেজ করি চলছিল লটারির আড়ালে এই জুয়া খেলার আসর। তাই পুলিশ টহলদারি করতে আসেনি এবং এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছায় নি