Thursday, February 13, 2025
বাড়িরাজ্যলরি থেকে ডিজেল ও ব্যাটারি চুরি

লরি থেকে ডিজেল ও ব্যাটারি চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি :  পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল ও ব্যাটারি চুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, শনিবার রাতে খোয়াই শহরের জেলা হাসপাতাল সংলগ্ন অনবদ্য পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা লরি থেকে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ডিজেল ঢুকিয়ে লরিটি পেট্রোল পাম্পে রাতে দাঁড় করানো ছিল।

রাতে কোন এক সময় লরিটির চল্লিশ লিটার ডিজেল ও ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা পুলিশকে জানানো পর তদন্ত শুরু হয়েছে। গাড়ি চালক আরো জানান লাগাতার এভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা গাড়িগুলি থেকে। গত কয়েকদিন আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকে একটি স্কুল বাসে দরজা ভেঙে এভাবে পেট্রোল চুরির ঘটনা সংঘটিত হয়।

পেট্রোল পাম্পের মধ্যে সিসি ক্যামেরা এবং নৈশ্য প্রহরী পাহাড়া থাকার পরও এই ধরনের চুরির ঘটনায় কিভাবে সংঘটিত হচ্ছে তা নিয়ে প্রশ্নও তুলেন। রীতিমতো গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই চুরির ঘটনায়। পুলিশ বরাবরই নিরব দর্শকের ভূমিকা পালন করছে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য