স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : রিয়াং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে রবিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন কাঞ্চনপুর ডাকবাংলোতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ১০০ শতাংশ পুনর্বাসন নিয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের সমস্যাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সদিচ্ছায় সমাধান হচ্ছে। দীর্ঘ সময় ধরে রিয়াং শরণার্থীদের সমস্যা ছিল রাজ্যে। বর্তমান সরকার পূনর্বাসনের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে সমাধানের সূত্র বের করে এনেছে। আজকে বৈঠকে আলোচনা হয়েছে তাদের পুনর্বাসন নিয়ে প্রশাসনিক কাজকর্ম কতটা এগিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং এই সময়ের মধ্যে ১০০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আরো বলেন রিয়াং শরণার্থীদের পুনর্বাসন পুরোপুরিভাবে অসম্ভব ছিল, কিন্তু যেকোনো সমস্যা সমাধানের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে। যতগুলি জমি রিয়াং শরণার্থীদের জন্য নির্ধারিত হয়েছে সব গুলিতে তাদের ধীরে ধীরে পাঠানো কাজ শুরু হয়ে গেছে। খুব দ্রুত তাদের সেসব নির্ধারিত জায়গায় পাঠানো সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমা ভৌমিক।