স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : মাটিতে পড়ে মাথায় আঘাত পান মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তিনি রবিবার বাড়িতে অফিশিয়াল কাজকর্ম সেরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোক জনেরা সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়।
বর্তমানে চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। খবর পেয়ে দেখতে আসেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আসেন জিবি হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জীব দেববর্মা। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বর্তমানে তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানালেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তাঁর মাথায় আঘাত লাগে। সিটি স্ক্যান অনুযায়ী বিপদ মুক্ত তিনি। এক্সরে ও স্ক্যান রিপোর্ট ভাল রয়েছে। কথা বার্তা বলতে পারছেন মন্ত্রী এন সি দেববর্মা। তবে বয়সের কারনে কিছুটা দুর্বল।