Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যলতা মঙ্গেশকের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

লতা মঙ্গেশকের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : ভারতরত্ন লতা মঙ্গেশকের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার বিকেলে সরকারী বাসভবনে লতামঙ্গেশকর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের জাতীয় পতাকা অর্ধ নমিত করে রাখা হয়।

 মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করে বলেন ভারতবর্ষের সঙ্গীত জগৎ-র বড় স্তম্ভ গুলির মধ্যে সব চাইতে অগ্রনী ভূমিকা নিয়েছিলেন লতা মঙ্গেশকর। তিনি নিজেই ছিলেন একজন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। এছাড়া পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ সহ প্রচুর ফিল্ম ফেয়ার এওয়ার্ড, দাদা সাহেব ফালকে পুরষ্কার পান। ১০ টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে তাঁকে ভূষিত করা হয়েছে। মাত্র ১৪ বছর বয়সে প্রথম মারাঠি সিনেমায় গান করেন তিনি। এরপর ২০১৯ সালে শেষ বার কণ্ঠ দেন। এরপর আর গান তিনি গাননি।

যিনি গান গাইতে জানেন না তাঁর মধ্যে সম্পন্ন তৈরি করে এই সিল্পী। এমন এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে দেশ। তাঁর মাধ্যমে সমগ্র বিশ্বে ভারতের সংগীত পরিচয় পায়। আর ডি বর্মণ ও এস ডি বর্মণের মিউজিক এবং লতামঙ্গেশকর ও কিশোর কুমারের গান শুনে বড় হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখ দায়ক। আত্মার সদগতি কামনা করেন তিনি। তাঁর দেখানো সুরের রাস্তায় চলে দেশের সংস্কৃতি শক্তিশালী ও সমৃদ্ধশালী হবে বলে  জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে সংস্কৃতি ও আর্থিক বিকাশ ঘটছে তাঁকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। লতামঙ্গেশকরের কোন বিকল্প নেই। তিনি নিজেই একটা বিশ্ব। এই সৃষ্টিকে পেয়ে সৌভাগ্য দেশ। শুরুতে বহু কষ্ট করতে হয়েছে তাঁকে। জীবনের সংঘর্ষ ব্যক্তিই সফল হয়। যার বড় উদাহরণ লতামঙ্গেশকর। রাজ্যের শিল্পীদের উদ্দেশ্যে বার্তা দেন কেউ কাউকে যাতে ছোট না করেন। আগামী দিনে লতামঙ্গেশকরের নামে রাজ্যের সঙ্গীত শিল্পীদের পুরষ্কার দেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করে দেখবে সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য