স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : শাসক দলের কাউন্সিলার ও তার প্রতিবেশীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিরা। ঘটনা কুমারঘাট মহাকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি পরিচালিত কুমারঘাট পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার টোটন দাস ও তার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনা শুক্রবার মাঝরাতে কুমারঘাট মহাকুমা অফিস সংলগ্নে এই ঘটনা ঘটে।
বাড়ির লোকজন সাথে সাথে খবর দেয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টোটন দাসের দুটি ঘর ও পার্শ্ববর্তী বাড়ি বিক্রম রবি দাসের ঘর সহ মোট তিনটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কাউন্সিলর জানান গাড়ি চালক এসে তাদের ঘুম থেকে তুলেছে। তখন তাদের ঘরের প্রায় পঞ্চাশ শতাংশ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পেট্রোল এবং কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। এবং এই ঘটনার নিঃসন্দেহে দুষ্কৃতিকারীরা সংগঠিত করেছে বলে জানান তিনি। তিনি বলেন ঘটনার দিন দুপুর বেলা সামাজিক মাধ্যমে তাকে খেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক দেখা হবে বলে জানা যায়।