স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : আদালতে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ কনস্টেবল। ঘটনা বিশালগড় আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রুপান্ত ডাঙ্গু। বর্তমানে তিনি সিপাহিজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত। জানা যায়, ২০১৭ সালে বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিশালগড় আদালতে।
বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি। এই মামলায় সাক্ষী দিতে যান কনস্টেবল রুপান্ত ডাঙ্গু। অভিযোগ কনস্টেবল রুপান্ত ডাঙ্গু খইনি সেবন করে সাক্ষী দিতে যায়। এবং সে আদালতের শৃঙ্খলা বজায় রাখে নি। তাই বিচারক কনস্টেবল রুপান্ত ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন। এইদিকে অভিযুক্ত কনস্টেবল রুপান্ত ডাঙ্গু জানায় তার মুখে খইনি ছিল। পাশাপাশি তিনি এই মামলায় পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপি দেখতে চেয়েছিলেন। যা নিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতাল নিয়ে আসে মেডিকেল করার জন্য। তারপর তাকে গ্রেফতার করা হয়।