স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে শোক সভা ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ। লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা, মেয়র দিপক মজুমদার, মুখ্য সচেতক কল্যাণী রায়, মেয়র ইন কাউন্সিল মনিকা দাস দত্ত, রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায়, সাধারন স্মাপদীকা পাপিয়া দত্ত, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।
তাঁর স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা বলেন গানের অবাধ বিচরণের পরিবারের সদস্যা ছিলেন লতা মঙ্গেশকর । এই পরিবার সব সময় ভারত বর্ষ তথা পৃথীবিকে কিছু দিয়ে গেছেন। ৩৬ টি ভাষায় ৩৫ হাজারের উপর গান গেয়েছেন তিনি। তাঁর প্রয়ান অত্যন্ত দুঃখের। কোভীড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেক দিন জীবন জুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ তাঁর আত্মার সদ্গতি কামনা করে। অল্প বয়স থেকে গান শুরু করেন । আট দশক গানের জগৎ -এ ছিল অবাধ বিচরণ। পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর গান ছাড়া জীবন অসম্পন্ন বলে জানান তিনি।