স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : ২০২২-২৩ -এর সাধারণ বাজেট দিশাহীন বাজেট। পুঁজিপতিদের স্বার্থে এই বাজেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আমজনতার বাজেট নয় এটি। এ বাজেট নিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি মানিক দেব। তিনি জানান বাজেটে দেশবাসীর জন্য কোন দিশা নেই
। আত্মনির্ভর একথা বলে দেশবাসী সাথে প্রতারণা এবং ধোকা দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার। দেশের কৃষক বঞ্চিত। সরকারের ২০২২-২৩ -এর বাজেটে কৃষকের স্বার্থে কোনো উল্লেখ নেই। অত্যাবশ্যকীয় আইন প্রত্যাহার করে দিয়েছে সরকার। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য ফিরিয়ে দিতে কোন উল্লেখ নেই বাজেটে। প্রকৃতপক্ষে সরকার কৃষকদের জন্য বিগত ২০২১-২২ সালে ১ লক্ষ ২৩ হাজার ১৮ কোটি টাকা রাখা হয়। ২০২২-২৩ সালে ১ লক্ষ ৩২ হাজার ৭১৩ কোটি টাকা কৃষকদের জন্য রেখেছে। বিগত বাজেট থেকে মাত্র ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে কৃষকদের জন্য।
২০-২৫ শতাংশ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বৃদ্ধি করা দরকার ছিল। কারণ কৃষির সাথে দেশের কোটি কোটি মানুষ জড়িত। সরকার কৃষকদের উপর অর্থনৈতিক বোঝা চাপাতে ভর্তুকি তুলে দিয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে অর্থ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু নরেন্দ্র মোদি সরকার এটা করে নি। ফলে কৃষকদের আয় দ্বিগুণ হবে না। সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বললেও বাস্তবে সাথে কাজে কোন মিল নেই। উৎপাদিত ফসলে দ্বিগুণ মূল্য দিতে হবে বলে স্বামীনাথন কমিশনে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন আগামী ২৫ বছরের জন্য এই পরিকল্পনা।
কিন্তু এই পরিকল্পনায় দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। পাশাপাশি গ্রাম উন্নয়নের কাজে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। রেগা বাজেটে ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষের পেটে আঘাত করতে সরকারের এ ধরনের বাজেট। এতে অর্থনৈতিক ও সাম্য বিভাজন তৈরী হবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের আমলে দেশে বেকারত্ব গত ৪৫ বছরকে ছাপিয়ে গেছে। দেশে বেকার যুবক যুবতীদের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে সরকার। দেশের ১৬ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসেছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একসাথে বেড়েছে। সরকারের নতুন বাজেটে মুদ্রাস্ফীতি কমানো এবং কর্মসংস্থানের কোন দেশে নেই। তাই এটি দেশবাসীর সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। সরকারের দেশবাসী স্বার্থে কোন লক্ষ্য নেই। তাই কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে বিগত বাজেটের টাকায় কী করেছে তা প্রকাশ্যে আনা এবং আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে সরকারের তা খোলাসা করার দাবি জানায় কংগ্রেস বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য।