স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : আগামী বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা, যেসব প্রকল্প কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাদের পুনরায় নিযুক্তি দেওয়া এবং ছাঁটাই না করা ও পেনশন চালু না হওয়া পর্যন্ত কর্মীদের অবসরে না পাঠানো সহ একাধিক দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে অফিস লেন স্থিত এলাকায় বিক্ষোভ দেখায়।
রবিবার রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী পাঞ্চালির ভট্টাচার্য। তিনি জানান রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রকল্প কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তাদের উপর আক্রমণ বাড়ছে। করোনার ফলে অনেকে কাজ হারিয়েছে। এ প্রকল্প কাজগুলির সাথে জড়িত রাজ্যের গরিব অংশের মহিলারা। তাই দাবি জানানো হচ্ছে মিড ডে মিল কর্মীকে ছাঁটাই না করা, যাদের ছাঁটাই করা হয়েছে তাদের পুনরায় নিযুক্ত করা এবং কর্মীদের উপর মানসিক অত্যাচার বন্ধ করা। এবং দেখা গেছে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাজেট অধিবেশনে তাদের বরাদ্দ দিন দিন কমছে। তাই তাদের জন্য বরাদ্দ যাতে কমানো না হয় এবং ছাঁটাই না করা হয় তার জন্য দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি। তিনি আরো বলেন তাদের উপর যে প্রভাব পড়ছে তার উপর ভিত্তি করে আগামী মার্চ মাসে আগরতলা শহরে আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে। সারা রাজ্যের কর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।