স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : শুক্রবার বিধানসভা অধিবেশন শুরুতে প্রয়াত ত্রিপুরা বিধানসভার সদস্য সুরজিৎ দত্ত ও সামসুল হককে শ্রদ্ধার সাথে স্মরণ করলো ত্রিপুরা বিধানসভার সদস্যরা।
শুক্রবার বিধানসভার অধিবেশনে রাজ্য পালের ভাষণের পর প্রয়াত ত্রিপুরা বিধানসভার সদস্য সুরজিৎ দত্ত ও সামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোঁক প্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শোঁক প্রস্তাব পাঠ করতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন ২০২৩ সালের ২৭ ডিসেম্বর ৬৯ বছর ৬ মাস বয়সে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। অপরদিকে ২০২৩ সালের ১৯ জুলাই ৬৯ বছর বয়সে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বক্সনগর কেন্দ্রের বিধায়ক সামসুল হক। শোঁক প্রস্তাব পাঠের পর প্রয়াত দুই বিধায়কের আত্মার সদ্গতি কামনা করে দুই মিনিট নিরবতা পালন করা হয়।