স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : বিশ্রামগঞ্জ বাজারে এলআইসি প্রিমিয়াম পয়েন্ট থেকে উদ্ধার এজেন্টের ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম অমলেন্দু দে। বয়স ৪৫। শুক্রবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ঝুলন্ত মৃতদেহ দেখে খবর দেয় বাড়ির লোকজনদের। খবর পেয়ে দোকানে এসে মৃতদেহটি দেখতে পেয়ে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে পরিবারের সকলের।
এদিকে ঘটনাস্থলে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মধ্যে পাঠায়। কিন্তু আত্মহত্যা নাকি খুন সেটা পুলিশ ময়না তদন্তের পর বুঝতে পারবে পুলিশ। এই ঘটনার খবর পেয়ে ধীরে ধীরে দোকানের সামনে এসে জমা হয় বহু মানুষ। তারা জানায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অমলেন্দু এলআইসির এজেন্ট ছিল। এবং পাশাপাশি সে পোস্ট অফিসেও এজেন্ট ছিল। কিন্তু এই ঘটনা নিয়ে সকলের মধ্যে এক প্রকার ভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের লোকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।