স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : ঘর থেকে উদ্ধার এন আই টি -র এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের পিতার অভিযোগ স্ত্রীর কারনে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ সরকারের। বয়স ৩০ বছর। ২০২১ সালে বিশ্বজিৎ বিয়ে করার পর থেকে তার স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝামেলা লেগে থাকতো। বাড়িতে অন্যান্য লোকদের আনাগোনা অতিষ্ঠ হয়ে পড়েছিল বিশ্বজিৎ।
তার বাড়ি অমরপুরে। কিন্তু কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে বিশ্বজিৎ রানীর বাজার ধান চৌমুহনি এলাকায় ভাড়া থাকতেন। শেষ পর্যন্ত বাড়ির মালিক হস্তক্ষেপ করা বন্ধ হয়েছিল বাইরের লোকদের বাড়িতে আনাগোনা। এমনটাই অভিযোগ মৃত যুবকের পিতার। আরো অভিযোগ বিয়ের সময় যুবকের পরিবার জানতে পেরেছিল মেয়েটির স্টাফ নার্স। কিন্তু বিয়ের পর দেখে সে মডেলিং করে। বিভিন্ন সময় রাজ্যের বাইরেও চলে যায়। আর এই ঝামেলার জন্য ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পিতার। এদিকে গৃহবধূর বক্তব্য দীর্ঘ ৭ মাস ধরে বিশ্বজিৎ অথাৎ তার স্বামী বেতন না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। বহুবার স্ত্রীর বিয়ের গয়না বন্ধক দিয়ে টাকা আনতে চেয়েছিল। কিন্তু এতে বাধা দেওয়ার আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত যুবকের পরিবারের ধারণা ময়না তদন্তে বের হয়ে আসবে বিশ্বজিৎ আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে।