স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : শুক্রবার ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ ৫০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ লক্ষ টাকা করার ঘোষণা দিলেন। মুখ্যমন্ত্রী জানান আগে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ ছিল। এতে মোট ব্যয় হতো ৩০ কোটি টাকা।
বিভিন্ন সময় একাধিক বিধায়ক দাবি জানিয়েছিলেন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি করা হোক। সেই মোতাবেক বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আরও ২৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৭৫ লক্ষ টাকা হয়েছে। এতে রাজ্য সরকারের মোট ব্যয় হবে ৪৫ কোটি টাকা।