স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটি গঠন হওয়ার পর উচ্ছ্বাসে মাতল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্পের সামনে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ৫৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পরবর্তী সময় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নেতৃত্বরা দলের স্বাগত জানান যোগদানকারীদের।
রাজ্যে নয়া কমিটি গঠন হওয়াতে এদিন কর্মীসমর্থকরা হোলি খেলে আনন্দ উপভোগ করে। এবং রাজ্যবাসী পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের অপশাসনের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। শান্তি সম্প্রীতি নামে স্বৈরাচারী শাসন চলছে রাজ্যে। সাড়ে তিন বছরে সরকার থেকে মানুষ এখন পরিত্রাণ চাইছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রাজ্যবাসী পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সম্প্রতি নয়া কমিটি গঠন হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একথা বলেন সুবল ভৌমিক। রাজ্যের মানুষ উৎসাহের সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাতে শক্তিশালী হচ্ছে প্রদেশ তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি। পাশাপাশি তিনি ১৪৪ ধারা আগরতলা শহরে জারি করা প্রসঙ্গে বলেন, ১৪৪ ধারার মধ্যে রাজ্যে উপরাষ্ট্রপতি’কে আসতে হয়েছে। আসন্ন শারদ উৎসবের মধ্যেও ১৪৪ ধারা জারি থাকবে। এতে মানুষের আনন্দের উপর প্রভাব পড়বে। তাই দাবী জানানো হচ্ছে মানুষের আনন্দের কথা ভেবে যাতে ১৪৪ ধারা শারদ উৎসবের আগেই প্রত্যাহার করা হয়। মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে।