Thursday, November 21, 2024
বাড়িরাজ্যকংগ্রেসে যোগদান করলো ৬৪ পরিবার

কংগ্রেসে যোগদান করলো ৬৪ পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : বীরজিৎ সিনহা প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথমবার প্রদেশ কংগ্রেসে যোগদান হয় বৃহস্পতিবার। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে ৬৪ পরিবার প্রদেশ কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

বীরজিৎ সিনহা যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, কংগ্রেস একমাত্র দল, যা ভারতীয় জনতা পার্টির বিকল্প। কারণ কংগ্রেস দেশের একটি প্রাচীন দল। দলের আদর্শ হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা বজায় রাখা। কারণ ধর্মনিরপেক্ষতার সরকার ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় থাকে না। ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না। তাই এই মুহূর্তে জাতীয় কংগ্রেস আরো বেশী মজবুত করা দরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার রাজ্যের দক্ষিণ জেলা, পশ্চিম জেলা এবং খোয়াই জেলা থেকে ৬৪ পরিবার প্রদেশ কংগ্রেসে যোগদান করে। যোগদানকারীরা সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ছিলেন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য