স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :সন্ধ্যা ঘনিয়ে আসতেই বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে দিশেহারা গ্রামবাসী। জানা যায়, হাতি এলাকার বাড়ি ঘরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালিয়ে এক ব্যক্তির বোলেরো পিকআপ গাড়ি উল্টে ফেলে। বন্য হাতির আতঙ্কে ঘুম উড়ে গেছে এলাকাবাসীর।
আর এই ঘটনার সময় কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। ঘটনা মধ্য কৃষ্ণপুর এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে গাড়ির মালিকের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। পরে এলাকাবাসীদের দীর্ঘ আধ ঘন্টা প্রচেষ্টায় বন্য দাতাল হাতিটি ঘটনাস্থল থেকে জঙ্গলের উদ্দেশ্যে যায়। গাড়ি চালক রঞ্জিত দাস জানান, আগেও এভাবে বন্যহাতি এসে তান্ডব চালাতো। কিন্তু কখনো এভাবে গাড়ি উল্টে ফেলেনি। কিন্তু এদিন এই ঘটনা সংগঠিত করায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। পরে ঘটনাস্থলে দীর্ঘ এক ঘণ্টা পর পৌঁছায় একজন ভলান্টিয়ার্স। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের।