স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
উপস্থিত সকলে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এক কংগ্রেস কর্মী জানান প্রয়াত সুধির মজুমদার ছিলেন সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী। কংগ্রেস যা বলে তা করে। এইটা পরিলক্ষিত হয়েছে সুধির মজুমদার মুখ্যমন্ত্রী থাকা কালীন সময়। সেই সময় বহু বেকারের চাকুরি হয়েছে। এমনকি বয়স উত্তীর্ণ বেকারদেরকেও সেই সময় চাকুরী দেওয়া হয়েছে।