স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনায় খুন হলো এক যুবক। হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করল অভিযুক্ত। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শুক্ল বৈদ্য। অভিযুক্তের নাম প্রদীপ সূত্রধর।ঘটনা বুধবার রাতে খোয়াই চাম্পাহাওর থানার অন্তর্গত করাংগীছড়া এলাকায়। জানা যায়, দীর্ঘদিন যাবত প্রদীপ সূত্রধর এবং বিশ্বজিৎ শুক্ল বৈদ্যের দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। নিত্যদিনই রাস্তাঘাট বাজার হাটে যেখানেই দুজন সামনাসামনি হতেন সেখানেই ঝগড়ায় জড়িয়ে পড়তেন দুজন। সেই ঝগড়া বিবাদের অবসান ঘটল বুধবার রাতে।
পূর্বের শত্রুতার জের ধরে পুনরায় প্রদীপ সূত্রধর এবং বিশ্বজিৎ শুক্ল বৈদ্যের মধ্যে ঝগড়া শুরু হয়, একটা সময়ের পর এতটাই উত্তেজিত হয়ে উঠে যে পরবর্তী সময়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রদীপ সূত্রধর রড দিয়ে বিশ্বজিৎ শুক্ল বৈদ্যের মাথা আঘাত করে। এতেই বিশ্বজিৎ শুক্ল বৈদ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই বিশ্বজিৎ -এর বাড়ীর লোকজন বিশ্বজিৎকে রক্তাক্ত অবস্থায় ঘটনস্থলে থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে বিশ্বজিৎ শুক্ল বৈদ্য। মৃত যুবকের বয়স ৩০। বিশ্বজিতের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে বিশ্বজিতের হত্যাকারী নিজেই বুধবার রাতে খোয়াই চম্পাহাউর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে পুলিশ সূত্রে খবর।