স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :খোয়াই পদ্মবিলে ব্লক সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মন্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটানাগাদ। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন দেববর্মা। পেশায় একজন মাংস ব্যবসায়ী।
বাড়ি পদ্মবিল এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পদ্মবিল বাজার থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মনোরঞ্জন দেববর্মা বাইসাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিল। পদ্মবিল বাজার থেকে পদ্মবিল ব্লকের সড়ক ধরে জাতীয় সড়কের উপর আসে। তখন একটি দ্রুতগামী গাড়ি এসে বাই সাইকেল ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বাই সাইকেল নিয়ে ছিটকে পড়ে মনোরঞ্জন দেববর্মা গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খুলে কূলে ঢলে পড়েন মনোরঞ্জন দেববর্মা। এদিকে দুর্ঘটনা গ্রস্থ মারুতি গাড়িটি আটক করেছেন স্থানীয়রা৷ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।