Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যনিজ এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক সুদীপ

নিজ এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :শুক্রবার থেকে বসতে চলেছে বিধানসভা অধিবেশন। এর প্রাক মুহূর্তে নিজ এলাকার পরিদর্শনের কথা মনে হল বাম বিধায়কের। বৃহস্পতিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের চানমারি এবং চৌহান বস্তি পরিদর্শনে গেলেন বিধায়ক সুদীপ সরকার। পরিদর্শনে গিয়ে বিধায়ক মানুষের তীব্র যন্ত্রণার কথা শুনেন। দীর্ঘ কুড়ি বছর ধরে কারগিল টিলার রাস্তার বেহাল দশা।

 স্বল্প বৃষ্টিতে বাড়ি-ঘরে প্রবেশ করে রাস্তার জল। কারগিল টিলার পুষ্প শুক্ল দাস নামে এক মহিলা জানান যে দলই আসুক না কেন রাস্তা সংস্কারের কারুর কোন ব্রুক্ষেপ নেই। এলাকাবাসীর কাছে যখনই যে দলের নেতাকর্মীরা এসে মিছিল, মিটিংয়ে যাওয়ার কথা বলে তখনই তারা ছুটে যায়। কিন্তু তাদের খবর রাখে না কোন নেতাকর্মী। গত কুড়ি বছর ধরে রাস্তাটি পরিণত হয়ে আসছে, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস পরিদর্শনে আসার পর অবগত করা হলেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই। এ বিষয়ে এলাকার বিধায়ক জানান, বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকটি রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে আছে। বৃষ্টি হলেই মানুষের বাড়ির ঘরে জল প্রবেশ করছে। বিদ্যুতিক পুলের জন্য তিনটি বাড়িতে মানুষ প্রবেশ করতে সমস্যায় পড়ে। সরকারের উদ্দেশ্যে দাবি থাকবে যাতে বিষয়টি গুরুত্বের সাথে দেখে এবং ৬ নম্বর কাউন্সিলর যাতে এলাকাবাসীর স্বার্থে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। এ ধরনের পরিদর্শন আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য