স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ পিলাক জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়া শচীন দেববর্মণ অডিটেরিয়ামে। শুক্রবার এই সাংগঠনিক সভা আয়োজিত হয়। সাংগঠনিক সভার সুচনা করেন দক্ষিন পিলাক জেলার বিজেপি দলের সভাপতি তথা বিধায়ক সংকর রায়।
ছিলেন দক্ষিণ জেলার বিজেপি-র প্রভারি তথা রাজ্য সম্পাদক টিংকু রায় , বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। বিকালে এই সাংগঠনিক সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপি দলের কার্য কর্তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়। এর পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে হয় বিজেপি-র কার্যকর্তা দের নিয়ে সাংগঠনিক সভা। এদিনের সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলার বিজেপি-র প্রভারি তথা রাজ্য সম্পাদক টিংকু রায় বলেন রাজ্যে ৮ টি নতুন জাতীয় সড়ক হয়েছে। কৈলাশহর থেকে আগরতলা আসার সময় কমে গেছে। মানুষের জীবন মান উন্নয়ন। রাজ্যের সার্বিক বিকাশ কাজ শুরু হয়ে গেছে। এটা হয়েছে পূর্ণ রাজ্য প্রাপ্তির ৫০ বছরে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার এই কাজ করছে বলে জানান তিনি। স্বাধীনতা ৭৫ বছর দেশের প্রত্যেকটি মানুষকে স্ব নির্ভর করার জন্য এইবার সংসদে আত্ম নির্ভর বাজেট পেশ করা হয়েছে। আগে কোন রাজ্য থেকে মন্ত্রী হলে সেই প্রদেশ সমস্ত সুযোগ পেত। ভারতবর্ষের সর্ব শ্রেণীর মানুষের জন্য বাজেট করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার বলেও জানান তিনি।