স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি। ১৮ ফুট উচ্চতা সম্পন্ন বাগদেবীর মূর্তি পুজিতা হচ্ছে। শুক্রবার এই মূর্তির আবরণ উন্মোচন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বড়দোয়ালী মণ্ডলের ৪০ নং ওয়ার্ডের যুব মোর্চার উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন কাউন্সিলার শম্পা সরকার চৌধুরী, প্রাক্তন কাউন্সিলার জয়ন্ত চৌধুরী, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে। সমাজ গঠনে বিশেষ ভূমিকা নেয় শিক্ষা। পরিবার, সমাজে শিক্ষার আলো প্রয়োজন। শিক্ষা সভ্যতাকে বাঁচিয়ে রাখে। শিক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে সুস্থ দেহের অধিকারি হতে হবে। তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে যুব মোর্চারদের অংশ নেওয়ার আহ্বান জানান মেয়র দিপক মজুমদার। পূজার্চনার সঙ্গে নেশার বিরুদ্ধে সংগবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। শিক্ষা থাকলেই সভ্যতা ও সংস্কৃতি থাকে বলে জানান তিনি