স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। সংক্রমনের পাশাপাশি মৃত্যু হারও নিয়ন্ত্রণে রয়েছে। ২৪ ঘন্টায় ৩৬৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। মৃত্যু হয় ১ জনের। পশ্চিম জেলা সংক্রমিত ১৯ জন, সিপাহী জলা জেলাতে ৫ জন, খোয়াই জেলায় ৩ জন, গোমতি জেলায় ৭ জন, দক্ষিণ জেলায় ৮ জন, ধলাই জেলায় ৩ জন, ঊনকোটি জেলায় ১ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৬ জন। রাজ্যে বর্তমানে সংক্রমণের হার ১.৬৮ শতাংশ।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৭২৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৭ শতাংশ। এবং সুস্থ হয়েছে ৭০৩ জন। অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। রাজ্যে কঠোর বিধি নিষেধ সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। রাত পোহালেই শ্রী পঞ্চমী। স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা। উৎসাহের মেজাজে মিটেছে ছাত্র-ছাত্রীরা।