স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : জি এন এম নার্সিং ভর্তির সংখ্যা বাড়ানোর দাবিতে সবর হল প্রদেশ এন এস ইউ আই। শুক্রবার নার্সিং ভর্তির পদ সংখ্যা বাড়ানোর দাবিতে এক প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন দেওয়ার মূল লক্ষ্য হল জি এন এম কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ বাড়ানো।
বর্তমানে পদ সংখ্যা অত্যন্ত কম। যার ফলে রাজ্যের সর্বস্তরের ছাত্রছাত্রীরা ইচ্ছা থাকার সত্ত্বেও পড়তে পারছে না। তাই কোর্সের আসন সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করেন। এ বিষয়ে প্রতিনিধি দল জানান, জি এন এম কোর্সের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। এদিন রাজ্যে নার্সিং ইনস্টিটিউটে জি এন এম কোর্সে ভর্তির জন্য সাধারণ প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর প্রয়োজন হয়। কিন্তু এবছর ৬০ শতাংশের অধিক নম্বর পাওয়ার প্রচুর সংখ্যক মেধাবী ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানে ভর্তি সুযোগ পায় নি। ৫০ জনের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। জেনারেল ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীদের জন্য অবিচার হচ্ছে। অবিলম্বে সাধারণ ক্যাটাগরি জন্য ৪০ শতাংশ নম্বরের মাধ্যমে ভর্তির সুযোগ করে দিতে হবে। পাশাপাশি আসন সংখ্যা বাড়াতে হবে বলে দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সম্রাট রায় সহ অন্যান্যরা।