Monday, February 10, 2025
বাড়িরাজ্যশেষ অধিবেশনে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে : সুশান্ত

শেষ অধিবেশনে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : ক্ষমতা দমন-পীড়নের জন্য নয়, ক্ষমতা মানুষকে বঞ্চিত করার জন্য নয়। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে। আগামী ১৭ মার্চ বাজেট অধিবেশন হবে। সেই অধিবেশনে প্রতিশ্রুতি গুলি কিভাবে পূরণ করা হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী অফিসারদের বলেছেন। সেই বিষয়ে কাজ চলছে। বাজেটে তা পরিপূর্ণতা পাবে। কঠিন পরিস্থিতির মধ্যে চলছে দেশ ও রাজ্য।

 প্রতিটি ক্ষেত্রকে মাথায় রেখে বাজেট করা হবে। নির্বাচনের আগে শেষ বাজেটের মাধ্যমে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। শুক্রবার তথ্য-সংস্কৃতি দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মচারী বিনোদন সংস্থার উদ্যোগে লোক শিল্পীদের পদমর্যাদা চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নিত করনের শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এবং স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন তথ্য ও সংস্কৃতিকে এক করে ফেললে চলবে না। সঙ্ঘবদ্ধ ভাবে সহায়তাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। সরকার গঠিত হওয়ার পর ভার্মা কমিটির সুপারিশ মোতাবেক কর্মচারীদের বেনিফিট দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমস্ত অংশের কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। ডি এ- প্রদানে আন্তরিক রাজ্য সরকার। এ ডি এ-র ফারাক ২৫ বছরের ফসল।  এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য