স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : আবারো একই রাতে এক পাড়ার তিন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, আমতলী থানার অন্তর্গত কুড়ি পুকুর এলাকার পূর্ব পাড়ায় শুক্রবার গভীর রাতে তিন জন গৃহস্থের বাড়ি থেকে মোট ছয়টি গরু চুরির ঘটনায় এলাকার সকল গৃহস্থরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এদিন আমতলী কুড়ি পুকুর পূর্ব পাড়া এলাকার হরেন্দ্র সরকার, সুধাংশু সরকার এবং প্রণব সরকারের বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে তিন বাড়ি থেকে মোট ছয়টি গরু চুরি করে নিয়ে যায়।
এলাকার মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকার কারণে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি কেউ। গত কিছুদিন আগে একই থানা এলাকার মধুবন ঝরঝরিয়া এলাকায়ও চোরের দল একই কায়দায় একই রাতে তিন গৃহস্থের বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আবারো একই থানা এলাকার আমতলী কুড়ি পুকুর পূর্বপাড়ার তিন গৃহস্থের বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে প্রাথমিক তদন্ত করে হাত সাফাই করে নেয়। তবে এভাবে ঘন ঘন গরু চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে।